Wednesday 18 October 2017

রাহুল গাঙ্গুলী



ম্যাগমা ও ০-প্রভাব



১) প্রকল্পিত __________
নীলাম্বরী শাড়ি।অদ্ভুত লাগছে।তুমি = ঘোর
অজানা সাম্পানে অচেনা পরিচয়
আকাশী ফল : উপহার।কালো কফির কাপ
ধূমায়িত এলোচুল : ঠোঁটে নামা রাত্রিকালীন ছাই


২) অপরিচিতা নাভিতরল ________
বড়ো বেশী নিশ্চুপ।পাশাপাশি এটাই
বেলুনওয়ালার দাবি অনুযায়ী : গোপন পালক
প্রেতযোনি খুজি।ওড়াই।মাখি।যাযাবর থান্
উলঙ্গ স্তনে : নদী খুড়ে বলছো নিষেক


৩) ভাঙা ণৌকার শ-পাটাতন ________
চিবুকে জড়াচ্ছ নিস্তব্ধতা।ফুলদানী 
কাচের ভিতরে বারুদ : কামড়ায়
সজোরে দরজা খুলি = অনবরত
দাবিহীন বিস্ফোরক : তুমিও ভালোবেসেছো ঝিনুক


৪) প্রতিবর্ত দাফন ________
আবরণে পিতল গলিয়েছি।দাও নাভিশ্বাস
দিকচক্র পোষ মানে না : সমাপ্তিকা মেঝে
অমসৃণে বেয়ে আনা হরফ = নিশানায় চাঁদপাহাড়
অশ্লীল সাপ : ১ম সর্বনাশের শরীর


৫) চুম্বকীয় মরিশাস _________
মরিয়ম্ হতেহতে মোমমেঘ।আকারহীন বৃষ্টি জমে
অ্যাসিডের শুকনো ক্ষয় (দোপাটি চোখ)
রোজআঙুলে মুঠোফোন দেওয়াল = পিয়ানো টুং
আস্পর্ধা : ছুয়ে ফেলি গোপন মরচেপড়া বালি


৬) প্যারাসেন্ট্রিক উড়োজাহাজ ______
ভয় (স্রেফ ভয়)।ভাসমান আপেক্ষিকতা
উফঃ।চূড়ান্ত জীবাশ্মচুরের খনিজ
লোভ ≠ কাম ≠ বিছানা ≠ খেয়াল ≠ আদর
লো কা বি - খে য়া = লুকানো খেয়াপার ≠

1 comment: