Wednesday 18 October 2017

ফকির ইলিয়াস


তোমার ছায়ার কাছে 



আমি কি কোনও ভুল করি'নি!আমি কি একটি বারও
তাকাই'নি সমুদ্রশামুকের দিকে!একটিবারও কি বলি'নি
ঘোর কেটে গেলে এই সবুজকেই ঘিরে রাখে ভোর-
আর তার বিনম্র প্রকাশ, ছায়া হয় সকল মানুষের।

অনেক কিছুই করেছি আমি।অনেক আত্মদগ্ধ জোনাকীর
জালে জালে আটকে থাকে যে রাত- তাকেও বলেছি
মুক্ত রাখো বাহু হে! আবার কোনও চন্দ্র জড়াবার
দরকার হতে পারে।যেতে হতে পারে অবিচল ঝড়ের কাছে।
কোনও অপরাধের ক্ষমাই চাইবো না তোমার কাছে আজ।
কোনও সকালকেই বলবো না- আরেকটু ধীরে বও!
অনেক কিছুই হারিয়ে গিয়েছে। আরো যাক- আরো,
আঁধার চিরে ভাসুক মুখ তোমার-প্রিয়তমা পৃথিবী আমার।

হারানো বোতাম


এখানে আমরা খুঁজতে এসেছি ছ'টি পতাকার দাগ। এক নবীন
শিকারী ফেলে গিয়েছিল যে দূরবীন তার কালোচূর্ণ আর একটি
শিশুর হারিয়ে যাওয়া বোতাম , লাল রঙের একটি লাটিম। যা খুব
ঘুরঘুর করে খুঁড়তো এই চত্বরের মাটি । ঘাসের ঘর্মাক্ত সিথান ।
আমরা আরো খুঁজতে এসেছি আঠারো শতকের একটি বিকেলে
এই বেঞ্চে বসে কাগজ পড়েছিলেন যে বৃদ্ধটি , তার নখচিত্র ।
দূর নক্ষত্রের দিকে তাকিয়ে যে চোখজোড়া নির্ণয় করতো সুষম
আকাশের নীল , তার পরিধিও এঁকে যেতে এসেছি আমরা।বিচূর্ণ
বৈভব নিয়ে হাঁটছি খালি পায়ে পশ্চিমের প্রত্যন্ত পার্কে , ছায়া সংসারে......

No comments:

Post a Comment