Wednesday 18 October 2017

দীপ রায়

এক পংক্তি স্নায়ুতাপ


(১৬)
ছোপ ছোপ জলে গৃহিণী নীরবে অভিযোগ মুছে ফ্যালে

(১৭)
মানুষ চিনতে আজও বহু ভুল, খাঁচার তরলতায়

(১৮)
হাসতে হাসতে আমরা কান্নাকেও হাসিয়ে তুলেছি

(১৯)
নদীর কোলে মিশে যায় চিরতরুণী রোদ্দুর

(২০)
ডানার ভাঁজে পাখি পুষে রাখে স্বপ্ন ছোঁয়ার সাজ

(২১)
নির্দ্বিধায় বলো হ্যাঁ, চেখে দ্যাখো নেতিবাচক খুনের উল্লাস

(২২)
সে রেখেছে অঙ্কপ্রস্তাব, আমি ধরেছি ভূগোলশোক

(২৩)
যে কোনো উত্থানের গল্পে উড়ানই হয়ে ওঠে প্রাসঙ্গিক

(২৪)
ভুল বানানের অনুশোচনায় চৌকাঠে নেমে এসেছে কার্নিশ

(২৫)
শীতলতার সংসারে কোনো ডাল পুড়ে যাওয়ার গল্প থাকেনা

(২৬)
জলের সাজে সেজে ওঠার রাখি পাত্রপূর্ব আহ্বান

(২৭)
সন্ধ্যা বাড়ার ছদ্মবেশে রাত ঘনিয়ে নামে

(২৮)
শূন্য খাতা শুনছে আঁচড়, গুনছে আমার ক্ষতের রাগ

(২৯)
কৌতুহলবশত কুয়োর চাঁদটা বারবার টুকরো হয়ে যায়

(৩০)
হারিয়েছি হাতল, ভাঙা ছিটকিনি, শেষ উপায় আলিঙ্গন

1 comment:

  1. বাহ,ভালো লাগলো।

    ReplyDelete