Wednesday 18 October 2017

মোহাম্মদ জসিম

খুন হতে এসেছি

রুয়েছি রক্তমাখা ছুরিদের সহাস্য চেহারা
অঙ্কুরিত হোক তোমাদের অকৃত্রিম প্রতিশোধলিপি;
                                                    দুঃখের শ্বাসমূল-
সর্বগ্রাসী স্বপ্নরা-পাপের পোষাক খুলে
খলবলিয়ে বয়ে যাক নদীটির মতো-পাড় ভেঙে ভেঙে!
তোমরাও আততায়ী হবে-শেষকালে; এই আক্ষেপে
গোপনে গমচাষীদের ভীড়ে মিশে যাই-
বড় হোক ছুরি ও শ্বাসমূল-ঈর্ষায়, সন্দেহে...
যে শহর হারিয়ে ফেলে আমাকে, স্বেচ্ছায়-তার হাতে
                                        খুন হতে আসবো একদিন।

No comments:

Post a Comment