Wednesday, 18 October 2017

তৈমুর খান

সম্পূর্ণ বৈধ সংসার 
         

বিষাদের স্বাস্থ্য বাড়ে
যুবতী বিষাদ রোজ অন্ধকার হয়
আমি চুপচাপ  নৈঃশব্দ্যের বাঁশি বাজাই
মনখারাপের হাসি শুনি
অলীক বিছানা পেতে দিলে
আমাদের প্রত্যহ সঙ্গম
সম্পূর্ণ বৈধ সংসার

আমি বিষাদের চুল বেঁধে দিই
উপলব্ধির আলতা পরাই পায়ে
দুই ঠোঁটে শূন্য দুই ঠোঁট নেমে এলে
আমাদের চুম্বনও দীর্ঘ হতে থাকে

No comments:

Post a Comment