Wednesday, 18 October 2017

সম্পর্ক মন্ডল

চক্রধর্ম


জাগ্রত হওউ হে চক্রধর্ম
আমাকে গড়িয়ে নামাও তোমাদের গ্রামে

পাহাড়ের সুদূর ঐ সানুতলে
                  এই বিস্তৃত
আমার ভালো লাগে
            গড়িয়ে গড়িয়ে

         অনেকদূরে ছড়িয়ে যেতে

যেখানে দুখুমনি সোরেনের ঘরে আমার
জন্ম হয়েছিলে গর্ভের ধান্যগন্ধ মেখে

সেই প্রাচীন গ্রামের মাঠে স্মৃতির মুলাকাত

আর ধুতরোর কাঁটা দিয়ে বদরক্তের মুখে
ফিনকি দিয়ে

আহ্বান করছি
হে চক্রধর্ম

এই বিষাক্ত শহুরে বাতাস থেকে

খুব জোরে গড়িয়ে নামাও

                  আমাকে

No comments:

Post a Comment