Wednesday 18 October 2017

কৃষ্ণ দাস


অল্প ভাঁজে চা-পেয়ালা
আর ঝুপ-ঘুপ



তোর চোখে আরেক-টা চোখের 
নিসপিস ইচ্ছার শ্রাবন,

ওই বুকের কাগজে আমার ফোর-
জি,ফোর-জি সিগনাল,
ঝিঙ্কু-ঝিঙ্কু-বোল
গোল খেয়ে টোল।

বুকের সংলাপের হুকে বৃন্দাবন-প্রেম  
ঝুপ-ঝুপ-ঘুফ।

ছুুটোপুটি      হুটোপুটু      ছটপটি

অভিমান নিবেদনের ফুল বলছে 
কি করে ভালবাসব তোকে বারান্দার ঝুল।

একান্ত নিশ্বাসের চোখে ঝড়ে পড়ছে তিন অঘ্রানের ঝুমঝুম।

চা প্লেটের শাড়ির ভাজে ঢুলে পড়ছে বেনোনির
               
                   চুল        ভুল      ফুল ৷



আঁতুর আ্যটিটিউড



বালিশ মৃত্যুতে মাও সেঁতুঙের 
ক্যাঁকোফনি

দিকচক্রবালে নতুন ওলের
প্রজাপতিতে মটরশুঁটি

ফু-ফা মাখছে


অথচ ছোলার ছাতুর বুঁদবুদ
লেগে যাচ্ছে বালিশে

এ সবেকারিতে কোনো
সুপ্রিম-ল আসবে না

একটা মিষ্টি সিসফাস
ল্যালপেলিয়ে আঁতুর
       মাখুক

No comments:

Post a Comment