Wednesday 18 October 2017

শ্রীকান্ত ভট্টাচার্য

রাত্রি ফার্ষ্ট হাফ


ঘুম ভেঙে রাত্রি হয়ে উঠি

      শব্দের পাঁজর ঝরে বয়ে গেল
অর্থশূন্য লিভার বাড়া লোকটার বৌ কাঁদছে
             ওর হাওয়া কলের নাভিপেট পাক খাচ্ছে
বেডে শুয়ে ঘুম কান্নার শব্দকে ত্রাস করে নেয় ।


রাত্রি লাষ্ট হাফ

চার্চের ঘন্টা পড়ে , হসপিটাল মধ্যরাত্রি পেরিয়ে
                ক্লান্তি ঝেড়ে নেয় দাঁড়িয়ে
আলনা ঘুম চোখে বেডের সামনে মৃত পুলিশ অফিসারকে
                                      দেখি
মিষ্টি ম্লান হাসি , মায়া তুলে চোখ বড়ো করে দেখি
              গা শিউরে ওঠে , অদৃশ্য ওঁর কথায় ইচ্ছা প্রকাশ হলো
শরীরটা চলে গেল , সে দাসত্বের ক্রীতদাস নষ্ট হলো
            আমরা একদল এক প্রকার ভালো আছি ।
               বরুণ বিশ্বাস , আমি , আর ছন্দা গায়েন ,
                এমন অনেকের কাছে জানলাম
           সত্যের অপলাপ নেই এখানে...
                            চমকে উঠি ডিউটি সিস্টার বুকে
                            হাত দিয়ে শুইয়ে দেয় ।

No comments:

Post a Comment