Wednesday 18 October 2017

পারমিতা চক্রবর্ত্তী

আগুন

১)

শূন্যকে ব্যস্তানুপাতে রাখলে
একই উপাদান বারে বারে আসে
রোদ্দুরের কালিমুখে তার একটাই
পরিচয়
"আগুন "

২)
আলো
আরও অপরিচিত হও
একটু নিষেকের প্রয়োজন গুহার
 কালো মুখে'র
আকর্ষণ টেনে  টেনে নেয় যতটুকু
তার থেকে তীব্র অনীহার লেশমাত্র বিস্ফারিত হয় না

৩)
তুমি অনুভব করো পিটুইটারি
আর অভ্যন্তরে স্পষ্টবোধ্য উভগতি
পুনরায় " আগুন" জ্বলবে
আলোর বিপরীতে
প্রদীপের নীচে
৪)
 মরচের দাগে লেগে থাকাটাই
" অাগুন"র অসুখ

No comments:

Post a Comment