Wednesday 18 October 2017

অনুপ বৈরাগী

সেকেন্ড ডেট

তোমার আমার মাঝে আধ প্রহরের বক্ররেখা
মন থেকে মন উপেক্ষণীয় 
চাঁদের বুড়ি আড়াল হতে এগারো দিনের পথ

আজ চেয়েছিলাম আধখানা স্নিগ্ধ সকাল
সূক্ষ্মকোনে আনত আলো
ছুঁয়ে যাওয়ার কথা ছিল আমার রেটিনা
মধ্যবর্তী সময়ে ওড়নার ঠান্ডা ছাউনি
শেষ পাতে কনে দেখা আলো
দ্বিতীয় অধিবেশনের মধুর ইতি

মানুষ আর প্রকৃতির যুযুধান তোমার জানা
নীল পাতায় বকের পানসি
বিনা নোটিশে ঢেকে দিলো পানকৌড়ি ডানা

প্রথম দিনে ক্যাফেটোরিয়া
দ্বিতীয় বারে ছোট নদীর পাড়

আজ কান্না ভিজবে তো(!/?)



3 comments: