Wednesday 18 October 2017

রুমা ঢ্যাং

জোনাকিপোকা সম্বল ঘর 



খোলা পিঠে ধরে রাখছি পাখি ডানার হলুদ দাগ
 পুরনো ছায়ার ঘুম, অথচ 
ভাতের থেকে বেশি উপুড় হয়ে শুয়ে পড়ছে রাতকামিনী
সেইটুকুই রাত ঘেঁটে লালনপালন শিখি 

গ্যালারির চৌকাঠ থেকে উত্থানপতনের পাঠ পড়ে
         তুমি যে নরম সূর্যের কথা বলো 
ভোরের বিন্দুর আড়ালে  
       পৃথিবীতে হেরফের হয়ে যায় সময়
সম্পর্কের খাতিরে, ছুঁচ থেকে ভয় ফোটে
       গোলার্ধের বিপরীতে ছড়িয়ে পড়ে কলাযাপন

কে তার পথে দেখেছে কুরুক্ষেত্র। আমাদের জোনাকিপোকা সম্বল ঘর
সার্চলাইটের প্রয়োজন যত কমেছে 
                    বিস্ময় বসেছে শৃঙ্গারভূষণে
মহিষের দুধে সবে ফূর্তিস্নান করিয়েছি
আমার কাছে
   এত এত খিদে স্নাতকোত্তর পায় না... 

1 comment:

  1. রুমার কবিতা রুমাকে আরো উল্লেখযোগ্য করে তুলবে ।

    ReplyDelete