Wednesday 18 October 2017

মঞ্জু ব্যানার্জী রায়

অভিলাষ
     


উইন্ডস্ক্রিনে বড় বড় বৃষ্টির ফোঁটা যখন
দুলে দুলে অট্টহাসিতে ফেটে পড়ছে
তখন এ ওর গায়ে গড়াগড়ি খেয়ে বলছে
আমরা কত সুখী কত স্বাধীন
ঝিরিঝিরি রুপোলি জলে রূপ ঢাকতে ব্যস্ত যখন ইলিশ
তখন উদাসী পাখীর ডানায় বইছে মন কেমন করা ঝরোঝরো শ্রাবণ
জমা জলে নুপুরের তালে  ফুটে উঠেছে ভেজা স্তন
শত চেষ্টায়  যা  আজ আর কলসির  কানায় ঢাকা পড়ছে না
ওয়াইপার যতই মুছুক না কেন সব মোছা ও যাচ্ছে না
কত অমলিন মন বারবার দেখা দিলেও থেকে যাচ্ছে  ধরাছোঁয়ার বাইরে
আমি দেখছি আমি ভিজছি
তবু যেন অপারগ ভেজাতে
রাত পাহারায় প্রহর গুনছে অভিলাষ
পথ আপন করে জড়িয়ে নিচ্ছে
এক ফোল্ডিং  ছাতার তলে ডান হাতের
শক্ত কব্জিতে ধরা বিশ্বটাকে
সেই অছিলায় সাদা শার্ট যখন রঙীন হয়ে উঠছে ভেজা কাপড়ের রঙে
তখন আরো আরো ভাসিয়ে দাও এই চাওয়াতে
জানলার কাচে এঁকে যাচ্ছে ফেলে আসা প্রেম ...

No comments:

Post a Comment