Wednesday 18 October 2017

কুমারেশ তেওয়ারী


গাথা


তোমাকে জানাবো বলে কত কথা 
                                       জমিয়ে রেখেছি
কীভাবে নৌকার খোলে জল ভরে গেলে
করে নিতে হয় স্নান এবং পাঠক
সেজে পড়ে নিতে হয় রাত্রির আহ্বান

যেখানে নীলের মাঝে ভাসে
ভেসে ভেসে থাকে টুকরো টুকরো মেঘ
সেখানেই প্রকৃত আকাশ জাগে
শীতকালে সোহাগ-চাদর উড়ে
সেখানেই শুয়ে থাকে ফুলের বাগান

যেটুকু আবিষ্কারের কাছে 
শব্দহীন যাওয়া গেলে শান্ত হয় 
                                    আততায়ী চোখ
সেটুকুই তুলে নিয়ে ফিরে যাওয়া
যেভাবে সমুদ্র এসে ফিরে যায়
ব্রেকারের ঠোঁটে রেখে দিয়ে
                                         অনন্ত চুম্বন

তোমাকে জানাবো বলে যত কথা জমিয়ে রেখেছি
স্পেনিয় ষাঁড়ের কোনো গল্প নেই
শুধু কিছু মধুবাতা আর
নিরীহ বাংলাভাষা মাখা 
                               অক্ষয় সেতুর গাথা



প্রাণহরিণী

আলো হারাচ্ছে বলে নয়ন শুয়ে পড়ছে কাৎ

ওহো সাঁতার দেখেছ কি ডালের হাঁড়িতে নেমে
কীভাবে সাঁতলে দেয় ডাবু 
বড় নৃত্য লাগে তখন 
                            ফিরে আসে ছন্দও

কী যে বলো ওসব ময়ূরেরা তো রতি মাখা না হলে
খুলতেই চায় না পেখম 
এখানে বরং জঙ্গলের কোনো দোষ নেই
সে তো তক্কে তক্কে ক্যামেরাহ্যাপি থাকে
আলো ধরার তার পেশাতে কোনো গ্রহণ নেই
দৃশ্য ঠিকঠাক রতিজ হলে —
                                 বন্ধ করো মুদ্রার বিভ্রম

ওহো দুঃখ
  বিভ্রম বলেছি বলে দেখো কেমন ফেটে যাচ্ছে
                                                   প্রাণহরিণী

No comments:

Post a Comment