Wednesday 18 October 2017

সুব্রত মণ্ডল


রাত্রি ও একটি পুকুর


পুকুরের মত এক পশলা আগুন খেতে খেতে
শ্মশানে ঘুম নেমে আসে
দাউদাউ করে জ্বলে ওঠে আগামীর সহবাস
শিকারী চিতার পায়ে সন্ধ্যা নেমে এলে
চুপচাপ লেখা হয় কবিতা
তারও কিছু দূরে
শিশিরে জেগে থাকা সম্পর্কের মত প্রেম আসে
বোতামের পর বোতাম দিয়ে সিঁড়ি ভেঙে-ভেঙে তৈরি করি
                                        অলিখিত গাণিতিক সমাধান
তবুও অঙ্ক কষি
হিসেব মেলাই মধ্যরাত্রির খাতায়
তারপর চোখ বন্ধ করলে দেখি আমি ক্রমশ পুকুর হয়ে যাচ্ছি

No comments:

Post a Comment