Wednesday 18 October 2017

বিশ্বজিৎ সাহু


ঋতুযাপন 



দীর্ঘ বিরহের শৈত্যিক প্রবাহ বাসন্তিক হলে
দক্ষিণের বারান্দা পেতে ঋতু নতজানু

যা কিছু অপ্রাপ্তি তারও বেশি ক্ষয় , ভুল বোঝাবুঝি যত
বসন্তের পেলব ছোঁয়ায় দিক দিশা পেলে , সংকেত
ছুঁয়ে ফ্যালে প্রত্যয় , আনাচে কানাচে তাকিয়ে দেখি
কচি লাল গোলাপি কিশলয় কিংবা সবুজ আভায়

মিষ্ট কুহুগানে নববধূ সাজে ঋতু সেজে ওঠে প্রকৃতি
আর বসন্ত হয়ে ওঠে নিশ্চিত ঋতুরাজ

No comments:

Post a Comment