Wednesday, 18 October 2017

তুলি রায়

অবশেষন/অবস্ট্যাকল


বিচ্ছেদ থেকে বিচ্ছেদ
আরো একটা বিচ্ছেদ …

সেতু গড়ি মাঝে

পরপর সাজাই 
ফুল্লরা কালকেতু শুকতারা

রেডিয়াম
জংধরা কাঁটা 

চিলেকোঠা
বন্দী নিকোটিন মুহুর্ত
মাকড়শার জালে 

ভাইটাল স্ট্যাটিসটিক্স জানা 
বাদুর বাসা

জীর্ণ মলাটের ডায়েরি
মৃত ক্লোরোফিল

সারিবদ্ধ উটের মরিচীকা 

পরিযায়ী   সুখপাখি 

No comments:

Post a Comment