Wednesday 18 October 2017

দিশারী মুখোপাধ্যায়

আমি ক্রমশ




রাত্রি গহন হতে হতে এইখানে এসে আরো রহস্যময়ী 
এইখানে আমি একা সম্পূর্ণ আমিত্বটুকু নিয়ে খেলা করি 
খেলার ভেতরে অনেক জল আর গোপনীয়তার প্রকাশ 
অদৃশ্য বিন্দুর মত একটা জীবন অক্লান্ত দৌড়ে ব্যস্ত 
বিন্দুটিকে অনন্ত ভেবে তার পরিধির এক প্রান্ত থেকে অন্যে



দিন যখন অনেকটা প্রকাশ্যে এসে অঙ্কের মত সরল জ্যামিতি 
আমি তার জন্য দরোজা খোলা রাখি জাজিম সহ দরবারী 
খোসা ছাড়ানোর কাজে বন্ধুদের সাহায্যের করি আমন্ত্রণ 
কেয়ারি করা ভাবনার বিপুল ঐশ্বর্য ঘিরে উন্মাদনার লেখচিত্র 
ধ্যানে বসে , খোসা বিহীন আমি তখন ব্রহ্মাণ্ড জুড়ে ওম-ম -ম



তবু নিজেকে বুঝে উঠতে পারছি না ,সে তো অনেক কঠিন  
তুমি এখনো অপঠিত এক পাতাও আর যতিচিহ্ন তো অলীক
বসন্ত-বাহার বেয়ে একটু একটু করে আমি ক্রমশ রাত্রি 
পাতুরির ভাঁজ খুলে ঢুকে যাচ্ছি আনন্দের দিকে যেরকম নদী

1 comment: