Wednesday 18 October 2017

মতিউল ইসলাম

ফুরিয়ে যাচ্ছি 
       
        
ফুরিয়ে যাচ্ছি প্রতিনিয়ত
ফুরিরে যাচ্ছি সঙ্গম শেষে
দির্ঘ্য অবসাদের মতো.
ফুরিয়ে যাচ্ছি ঝড়ে পড়া
উল্কার নিস্প্রভতায়,
গোরস্থানে গজিয়ে উঠা
ঘাসের মতো
হাড়ে পড়েছে আচ্ছাদন.
ফুরিয়ে যাচ্ছি দিনান্তের
সূর্যের লালিমার মতো,
ফুরিয়ে যাচ্ছি কালো
আঁধারের বিষন্নতায়.
ধুপের সুগন্ধে নয়
ফুরিয়ে যাচ্ছি
মস্তিষ্কের গোপন কুঠুরিতে
জমা থাকা কটু গন্ধে.
ফুরিয়ে যাচ্ছি দ্রুত
সময়ের আঙুল গলে
বোধের গভীরে
শতাব্দীর মরচে .
ফুরিয়ে যাচ্ছি
ফুরিয়ে যাবার বাহানায়.

No comments:

Post a Comment