Wednesday 18 October 2017

ভজন দত্ত

দেওয়ালির কবিতা


                   

১.

  অন্তর্দৃষ্টিতে যে ফাটল ধরা পড়ে 
তাতে টলে যায় নেশা
দিওয়ালীর বিজ্ঞাপন সেল সেল সেল 
হোম অ্যাপ্লায়েন্সে চোখ ছুঁয়ে যায়
 টি২০ খেলা চলে পথে
টেস্টের স্বপ্নে ঘুম ভাঙে
 মাঝরাতে
চৌকিদার হটাও নন্দিনী
ডাকাতির মৌলিক সুবিধা দিতে হবে 
স্লোগান ওঠে গগনে গগনে...

২.

সভ্যতার সংগ্রহশালায় রাখা কিছু অসভ্য শব্দ 
অবয়বহীন ভেসে বেড়ায় দুটি চোখের সন্ধানে
কুঁড়িদের প্রতীক্ষায় না থেকে প্রজাপতি 
ছিটকিনি ছিঁড়ে হাসিমুখ
 ফুলের সন্ধানে সন্ধানে উদ্বিগ্ন  
জালিম দেওয়ালিপোকা আসছে চুলকুনিও
ঘোমটা নামোড়া সব বাজি তোমারি আগুনরাজের অপেক্ষায়...

1 comment: