Wednesday 18 October 2017

পার্বতী রায়

রোশনাই 



চরিতার্থ হয়েছে সব অনুসন্ধান
পাতার ভারে হাসছে  প্রকৃতি
কিছু ঘুমের শব্দ পায়ের উন্মাদনা ...

হেঁটে চলেছি বহু পথ
কতটা ক্ষতের পর ক্ষয়ে যায় মন
দাঁড়িয়ে থাকা
হাঁটার শব্দ সব মিলে মিশে  একাকার
একটা হাওয়া আসে
শত  শত   রোশনাই পুড়ে ছাই  হয়ে যায়
চোখের মণিতে  চোখ ঠেকে
মানুষে মানুষে অবিকল মেঘ গাঁথা




 
অচল

অচল বেলায় উড়িয়ে দাও পক্ষীরাজ
আমার পরজন্ম ঠায় দাঁড়িয়ে
নিম্নোক্ত পরিধির মধ্যে সব চলাচল বন্ধ
ফাল্গুনী নক্ষত্রের চোখে
দু' এক ফোঁটা  জল সে আর এমন কি
বিষাদ বয়ে আনতে পারে
বায়ুকুল চুপচাপ
অন্তরের অন্যতম প্রকোষ্ঠ বলতে যা বোঝায় তা আমার নেই
আজকাল অবসাদ বাড়লে কবিতায়
ক্ষমা করবেন পাঠক কূল

No comments:

Post a Comment