Wednesday, 18 October 2017

সুদীপ ব্যানার্জী

স্থবির 


সকাল গড়িয়ে বিকেল।
সব ফাঁকা হয়ে গেলেই সবুজাভ সিগনাল... 
পেরিয়ো তখন দু'টো-পাঁচটার জীবন।

এ লগনসায় কাঁচা রোদ আবদারে দুলে দুলে, জামা,চশমায় ছিটিয়ে দিচ্ছে ফাগ...
ঘাসের বুক থেকে শিশিরের বোঁটা চুষে 
স্নেহময়ী তরল, আর্দ্রতা এনেছে
সমতল জিভের শুষ্কতায়...
এ ছবি প্রোফাইলে টাঙিয়ে, 
নেমে যেতে পারে সন্ধ্যাও।

অথচ ওখানে সব ট্রাফিক থেমে ছিল। 
পেরোতে পারিনি কতো কাল...

এপার থেকে ওপার...
যৌবন থেকে বার্ধক্যের ফারাকে
একে একে রাস্তার আলোর দখলে 
সব ফুটপাথ...

স্ট্যাচু হয়ে কিংবদন্তি সমাধি।
ক'টা ফুল রেখে গেছে...
নাছোড় গায়ক আর তার হার্মোনিয়াম। 
বড় মোলায়েম এক স্বর উঠছে বেজে...

এখনও সন্ধ্যার ঘোষণা হয়নি মঞ্চে...
সিগনাল শুধুই লাল...
আকাশ নড়ছে না...

No comments:

Post a Comment