Wednesday 18 October 2017

রুদ্র রায়হান


এক হতে গিয়ে


'এক' হতে গিয়ে বারবার একা হয়ে যাই
ছেড়া সুতোর দু প্রান্ত ধরে দুজনে অক্লান্ত
টেনেছি
এক হওয়ার জন্য;
স্রোতস্বিনীর দু পাড় হতে দুজনে কত সাঁতরিয়েছি
এক পাড়ে মিলিত হওয়ার তাড়নায়।
শুধু একটা পলক চোখের উপরে চোখ রাখার জন্য
কত পাহাড় ডিঙ্গিয়েছি!
কতবার সমুদ্র হতে চেয়েছি!
যদি উর্মি হয়ে ফিরে আসো কোনদিন।
কতবার কত অগ্নিকাণ্ড হতে চেয়েছি!
যদি কনকনে শীতে আগুনের পরশ পেতে চাও তুমি!
সেই পাহাড় ডুবে গেছে চোখের প্লাবনে!
সেই সমুদ্র ঝলসে গেছে বুকের দাবানলে!
আমরাও এক হতে পারিনি আর!!

No comments:

Post a Comment