Wednesday, 18 October 2017

তনিমা হাজরা

অলক্ষীগাথা


ভোর হোলো যে,
ও মেয়েটি জাগো, 
লক্ষী হয়ে অনেক বছর ঘুমিয়েছিলে,
এবার অবাধ্য হও,
 কিংবা একটু অলক্ষীও,
জোর গলাতে নিজের প্রাপ্য মাগো
হে কালিকা, উন্মাদিনী। 

অসম্মানে 
একাই রুখে দাঁড়াও,
আঘাতে দাও প্রতিঘাতের শেল, 
মেয়েলি জীবনের খোলস খুলে
এখন থেকে নারী হয়ে ওঠো।।

No comments:

Post a Comment