Wednesday 18 October 2017

ওয়াহিদা খন্দকার

পৃথক রুটিন
      

আমাকে ঘিরে নবান্ন করে
আর শিয়রে বসে থাকে রাতদিন,
দেখতে পাইনা তাকে।
অথচ যে কাঁধে তোলে, বিসর্জন দেয় বার বার
ফ্রেমে তুলে রাখি তাকে।
রুটিনে পৃথক ঘর কাটি ভূমি কর্ষণের সময় থেকে।
আত্মীয়ের কোলাহল শুনতে দিইনি
উৎসবে ধরে রাখি শুধু মেঘের চোখে জল মোছার দাগ।
                    



   ল্যাম্পপোস্ট  
     


সমানুপাতিক চেহারা দখল করে থাকে শহুরে ল্যাম্পপোস্ট।
আঙুল ধরে চাঁদটাকে নদী পার করে
মানুষের স্বপ্নঘোরে প্রকট এই ছদ্মবেশী  অভিভাবক ।
ছায়াদের গোপন রূপ পালিয়ে বেড়ায় একা
দেহ থেকে বিচ্ছিন্ন মৃতদেহের মতো।
অন্ধকারের আলোকে মিথ্যে করে
জ্বলতে থাকে পেটভর্তি মেঘ
একদিন মেঘ বৃষ্টি। উজ্জ্বল রোদ জোছনা মিথ্যে মনে হয়।
পুড়তে থাকে শহরের কুপি।
বাঁচাতে থাকে অনাহারী দিনগুলিকে।

শহরটাও ধার করে ল্যাম্পপোস্ট
নিজের মুখ দেখার জন্য।

No comments:

Post a Comment