Wednesday 18 October 2017

অসীম মালিক

আমার সাইকেল 

                          

অশোকচক্রের অভিমুখে গড়িয়ে চলে 
            আমার সাইকেলের চাকা ...
রাস্তার খানাখন্দ বা উঁচুনীচু 
       তির্যক চোখে তাকায় 
                     সাইকেল গড়িয়ে চলে l 

আবার গর্তে পড়লে ক্যাঁচক্যাঁচ আওয়াজ করে 
রাস্তার সাথে কথা বলে 
              সে যেন জানতে চায় ----
                       কোনপথে প্রগতির চওড়া রোদ l 

শুধু প্রগতির লক্ষ্যে 
          ও ধুলো মাখে ,কাদা ঘাঁটে 
                   সমস্ত বাধাবিপত্তি নীরবে সহ্য করে 
ও অশোকচক্রের ছায়ায় এসে দাঁড়াতে চায় l 

যাদের চাকার সংখা বেশি 
             যারা দাঁড়াতে পারে 
                    তারা ওকে পিছনে ফেলে চলে যায় l 

আমার সাইকেলের চাকা লিক হলে 
প্রগতি থমকে দাঁড়ায় 
           আমার বুকের দরজায় l 

ভারতের সব এক চাকা 
          অশোকচক্রের দিকে অসহায় তাকায় l

No comments:

Post a Comment