Wednesday 18 October 2017

লক্ষ্মীকান্ত মণ্ডল

নীল জার্নাল
পাতার শরীরে মিশ্র নাগিনী
যতটা যুগান্তর বুকে নিয়ে
কাঁপছিল হৃদয়, পাখি আসবার পর
আজকের জার্নালে অফুরন্ত ঢেউ
সমবেত কোরাসের মাঝে একটি পদ্ম
তার দধীচি হবার মাটি থেকে
শূন্য ছুঁয়ে থাকা দূরত্বে আমি, নীল
সুর ও বিছানায় আমের বোল
আবার উত্তাপ বাড়ে মাটির উঠোনে
কালো দেহের জল কালো হয়ে যায়
সেই স্বরে ইথার আর বাস্পময় চাঁদ
     মরতে থাকে প্রজাপতির বারান্দা--


বিরাগ

নদী  ভাঙ্গনে বাতাসের কোন নির্দিষ্ট দিক থাকে না
অঝোর বর্ষার মাঝে দাঁড়িয়ে পাতারা আটকে থাকতে  চায়
প্রশাখায়, অস্থিরতার দ্রাঘিমায় সাদা পালকের ভয় -
একটা শঙ্খচিল নিয়ে খেলতে খেলতে জানু পেতে বসেছি
আকন্দ গাছের শিবরাত্রির ভেতর, প্রতিবেশী খোড়োচালে
ভাঙ্গা রাস্তার নির্ভেজাল ; এই পথে কেউ আসেনা আর -
বাতাসের আত্মরতি আর ক্ষয়িষ্ণু অঙ্গীকারে ফুল ওড়ে
পরাগহীন --

No comments:

Post a Comment