Wednesday 18 October 2017

জয় গোস্বামী



একটি গাণিতিক কবিতা



ভীষণ জটিল কিছু সমীকরণের মাঝে তলিয়ে যাচ্ছি।
এক-একটা নিউরনের ভেতর আন্দোলন তুলেছে বীজগাণিতিক ল।
স্তনের ওপর আলতো করে কামড় বসায়।
ক্যালকুলাস।
ইলংগেটেড এস।
চব্বিশ বছরে বাসন মাজিনি কোনোদিন।
বাজার করিনি।
জল তুলিনি।
ইস্তফা দিতে দিতে নিউটনীয় ইকুয়েশনে আটকা পড়েছি ক্রমশ।
ইউক্লিড জিওমেট্রির মত বিস্তার দিয়েছি চোয়াল দুটোকে।
বাল। শালা এতটুকু জল দিলনা মেহবুব।
কানের কাছে কপচালনা-
You are destined to die.
যতটুকু নাড়ি, ভ্যাপোরাইজ হতে হতে, only vaccum exists.

No comments:

Post a Comment