Wednesday 18 October 2017

আফজল আলি



            
দখলের ভিতর


    অতৃপ্ত আত্মা ফ্রিজের জল ভালোবাসে 
এ কথা জানার পর আমার মেঘ হয়ে ওঠা হয়নি
খুব সুক্ষভাবে তোমরা শোকের সাথে গোলাপ মিশিয়ে দিচ্ছো
আমি নিরুপায় , হাতবদলের কথা মুখ ফুটে বলতে পারি  না
ব্যথার পিছুটানে ঠিকানা বরাবর হাঁটি

এই শহরের রাস্তায় ঘুরতে ঘুরতে ঘড়ির কাঁটা হব
তুমি অ্যানড্রয়েড ফোনে খোয়াব ধরেছো
         প্রথমত - বিজ্ঞাপন বিষয়ে
        দ্বিতীয়ত - একটি অলিখিত  ডায়েরি
        তৃতীয়ত - ড্রেসিংটেবিলের ছদ্মনাম 
এইভাবে কতটুকু আর বলতে পারি
গোরুরগাড়ির কথা তো বলা হয়নি
পিঁপড়ের  কথা , খেজুর পাতার চাটাই এর কথা 

ছায়া এসে পালিয়ে  গেছে , পুনরায় বিরহের প্রসঙ্গে ঢুকছি না
আর একটু সময় নেওয়া যাক দখলের ভিতর

2 comments:

  1. শক্তিশালী কবিতা ।পড়ে খুব ভালো লাগলো ।নতুন দিগদর্শন,দিশা দেখাতে পারে ।

    ReplyDelete