প্রতিবারই যখন সহসম্পাদকীয় লিখতে বসি, ভাবি কী লিখবো। কলম হাতে করতেই মনে পড়ে গেল দার্জিলিং-এ নিহত এস. আই অমিতাভ মালিকের কথা। কীভাবে চলে গেল এক তরতাজা প্রাণ, ডিউটি করতে করতে তিনি প্রাণ দিয়ে দিলেন আমাদের জন্য,এই দেশের জন্য। বিনিময়ে আমরা তাকে কী দিলাম? বরং কেড়ে নিলাম...জানি না এভাবে আর কতদিন চলবে। কবিতার ভাষাই বা কী হবে। নাকি কবিতাও গর্জে উঠবে ঠিক একজন সৎ কর্তব্যপরায়ণ অফিসারের মতো। একজন কবিতে প্রথমে তার কবিতার প্রতি যতটা সৎ থাকা উচিত আমরা কী তা পারছি ?সমস্ত টানা পোড়েনের মাঝে আমরা জীবনকে এগিয়ে নিয়ে চলেছি আর জীবনের গতিকে বহাল রাখতে কবিতার মতোই স্বচ্ছ ও সুন্দর রাখার চেষ্টা করছি নিজেদেরকে। তাই তো এই কবিতা যাপন,কবিতা তো জীবনব্যাপি।প্রতিবারের মতো এবারও কবিতার ডালি নিয়ে আপনাদের সামনে হাজির হবো, আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় আপনারাও যে সামিল হয়েছেন এটাই আমাদের পরম পাওয়া। যাই হোক কবিদের হৃদয় নিঃসৃত কবিতা নিয়েই আমাদের এই পথ চলা। দীপাবলির আনন্দে কবিতাকে মিশিয়ে আলোকিত করে তুলুন সমস্ত রকম খরা, দুঃখ,দুর্দশাকে। সকলেই ভালো থাকবেন,সৃজনে থাকবেন এবং সেই সাথে সাথে শুভ দীপাবলির বর্ণময় শুভেচ্ছা গ্রহণ করবেন----
Wednesday, 18 October 2017
সহসম্পাদকীয়
প্রতিবারই যখন সহসম্পাদকীয় লিখতে বসি, ভাবি কী লিখবো। কলম হাতে করতেই মনে পড়ে গেল দার্জিলিং-এ নিহত এস. আই অমিতাভ মালিকের কথা। কীভাবে চলে গেল এক তরতাজা প্রাণ, ডিউটি করতে করতে তিনি প্রাণ দিয়ে দিলেন আমাদের জন্য,এই দেশের জন্য। বিনিময়ে আমরা তাকে কী দিলাম? বরং কেড়ে নিলাম...জানি না এভাবে আর কতদিন চলবে। কবিতার ভাষাই বা কী হবে। নাকি কবিতাও গর্জে উঠবে ঠিক একজন সৎ কর্তব্যপরায়ণ অফিসারের মতো। একজন কবিতে প্রথমে তার কবিতার প্রতি যতটা সৎ থাকা উচিত আমরা কী তা পারছি ?সমস্ত টানা পোড়েনের মাঝে আমরা জীবনকে এগিয়ে নিয়ে চলেছি আর জীবনের গতিকে বহাল রাখতে কবিতার মতোই স্বচ্ছ ও সুন্দর রাখার চেষ্টা করছি নিজেদেরকে। তাই তো এই কবিতা যাপন,কবিতা তো জীবনব্যাপি।প্রতিবারের মতো এবারও কবিতার ডালি নিয়ে আপনাদের সামনে হাজির হবো, আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় আপনারাও যে সামিল হয়েছেন এটাই আমাদের পরম পাওয়া। যাই হোক কবিদের হৃদয় নিঃসৃত কবিতা নিয়েই আমাদের এই পথ চলা। দীপাবলির আনন্দে কবিতাকে মিশিয়ে আলোকিত করে তুলুন সমস্ত রকম খরা, দুঃখ,দুর্দশাকে। সকলেই ভালো থাকবেন,সৃজনে থাকবেন এবং সেই সাথে সাথে শুভ দীপাবলির বর্ণময় শুভেচ্ছা গ্রহণ করবেন----
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment