Wednesday 18 October 2017

নিশীথভাস্কর পাল

ঝুল



ছ'টা বিয়াল্লিশ ডাউন রানাঘাট লোকাল ৪ নং কম্পার্টমেন্ট ফাস্ট গেট,

এই জায়গাটা আমাদের অফিস ফেরৎ ক্লান্তি মোছা তাসের

গোলাম, বিবি,রাজার খবরের চচ্চরির,বোতাম খোলা ঠান্ডা অনুভবের

রেললাইন জুড়ে ফুটে থাকা লেন্টেনা ক্যামেরা , জার্মানি লতার

প্রতিদিন কোন না কোন অজুহাতের জন্মদিন নিয়ে নিখাদ ছেলেমানুষীর

এ সবই আমাদের যা রোজ যত্নে থাকে ঝুলে থাকা ফ্যানের হাওয়ার শীতলতায়

অথচ ফ্যানের গায়ে জমে থাকা পুরু ঝুলের আস্তরণ আমাদের নয় ওটা শুধু রেলের সম্পত্তি !


সেতু



মনে রাখা একটা সেতু হৃদয় থেকে হৃদয়ের কাছে পৌছে যাওয়ার জন্য

কুশল বিনিময়ে এক চিলতে হাসিতেই সম্ভব সম্পর্কের বীজ বপন

মনের জমি জুড়ে সম্পর্ক চাষীরা মাটি তৈরি না করলে কীভাবে বাঁচাবে সম্পর্ক গাছ?

সময় জল আর যত্ন সারে চারদিক ডুবে যাক সম্পর্ক অরণ্যে

কীভাবে ভুলে যেতে হয় অনেকে শেখাতে চেয়েছে নিজেকে বদলানোর নামে

অথচ কাশফুল সম্পর্ক ফুটেছে জায়গা বিচার না করে শুধু শরৎ বন্ধুর ডাকে

2 comments: