Wednesday 18 October 2017

অরিন্দম ভাদুড়ী

দধিচী

পাঁজরের একটা হাড় রেখে
বাকী তেইশটা তোমার জন্য রইলো,
আবার পাশা খেলো !
এবার,
একবাটি রক্ত ঝরছে,ধরে নাও,
তোমার স্নানের জন্য রেখেছি যত্ন করে |
আরেকটু হাত বাড়াও !
একটা মাংসপিন্ড আছে,
তোমার পায়ের তলায় পেষার অপেক্ষায়,
ওটাও তোমারই,,,
কয়েকটা ঠান্ডা রাত্তির,মেকি দুপুরও ছিল জানো ?
না জেনেই তোমায় দিয়েছি |
আরও চাই ?
বেশ,
নামটুকুও রইল
তোমার ঠোঁটে বদনাম হতে,,,

এবার আসি ?


1 comment:

  1. কবিপ্রিয়া এখানে ভীষণা, নিষ্ঠুর - প্রতি মুহুর্তে ক্ষত বিক্ষত, দীর্ণ করে কবিহৃদয়।

    ReplyDelete