Wednesday 18 October 2017

নীলপঙ্কজ


জৈব সার

ওদের মুখের মসৃনতায় ঝলসে যায় আলো
অন্ধকার চুইয়ে আমি দেখতে পাই সুখ
যন্ত্রনায় ক়ঁকিয়ে উঠেও বাঁচার সাধ জাগে
রাত্রির পাঁজর ফুঁড়ে 
ওরা বড় বড় গাছের শাখা প্রশাখা 
আমাদের ছায়া দেয় দয়া করে কিন্তু বড় হতে দেয়না 
আমরা যে ছোট গাছ লতা পাতা গুল্ম ঘাস 
হয়েই থাকি এতেই ওদের লাভ 
সবাই বড় হলে আকাশে জায়গা কোথায়
যদি বড় হয়েই যাই
ওদের ঘর সংসার পরিচ্ছন্ন পরিপাটি রাখবে কে
সবতো আমাদের ই করতে হয় 
আমরা মরে পচে জৈব সার হয়ে ওদের বড় করে তুলি পৃথিবী ভোগ করবার জন‍্য 
শ‍্যামনগর

No comments:

Post a Comment