Wednesday, 18 October 2017

অয়ন মণ্ডল

প্রলাপ


এখন বৃষ্টি ঝরছে
মুখের উপর ছড়িয়ে পড়ছে মৌচাকের
                                 গন্ধ...
পৃথিবীর বাম পাশ থেকে ক্রমাগত
বাজিয়ে চলেছে মৃত্যু ঘণ্টা
ঘুমিয়ে পড়া পাড়ায় জিভ বোলাচ্ছে
          চকলেট ফ্লেভার
ঝরঝর করে ঝরে পড়া অভিশাপের
পাতায়, নীলচে অন্ধকারের প্রলাপ

মুখের উপর ঝাঁপ ফেলে দেওয়া গম্ভীর
                          চ্যাপ্টার
মৌমাছির অপেক্ষায় তেজস্ক্রিয় রাত
                              জাগছে...

No comments:

Post a Comment