Wednesday 18 October 2017

ফারহানা ইলিয়াস তুলি



মেঘের প্রথম দিন

প্রথম দিনটির কথা ভুলে যাও। চেয়ে দেখো-
আগামীর দিকে, অনেকগুলো কলি যে বাগানে
ফোটে উঠবে বলে উঁকি দিচ্ছে, কিংবা অনেক
টুকরো মেঘ ঝরে পড়বে বলে তাকাচ্ছে মাটির দিকে।

অনেক দুঃখের কথা সরিয়ে ফেলো এই আকাশ থেকে।
আসলে যেখানে কোনো নীল নেই, সেখানে-
বেদনাও থাকে না।নিঃসীম জলরাশি সংসার
সাজাতে সাজাতে জমায় যে সমুদ্র, তাকে
কাছে ডাকো। দেখবে এর আগেও ঢেউয়ের উৎস
বার বার মানুষকে ভালোবেসে কাছে এসেছিল।
 

 


যৌথ মাটিদেহ

জোসনার সাথে জুয়া খেলতে খেলতে তুমি
জিতে নাও যেসব মধ্যরাত, তার অংশ
আমাকেও দেবে জানি। এবং সেই রাতাংশের
শরীরে ছিটিয়ে দেবে আরো কিছু ভোরচন্দন,
আরো কিছু সূর্য।তারপর উত্তাপের দিকে এগিয়ে
যেতে যেতে আমরা ভেদ করবো যৌথ মাটিদেহ।

কিছু উচ্ছ্বাস অসম্পূর্ণ থেকে যাবে জেনেও,
যে নির্জনতার কাছে জমা রাখো তোমার ঘুম,
জানি সেই ঘুমও ভাগাভাগি করে আমাকে দেবে।
নিখুঁত ঘুমশিল্পের ছবি এঁকে যারা এর আগে
শিল্পী হতে চেয়েছিল, একদিন তারাই হবে
           আমাদের মুগ্ধ পাহারাদার।

No comments:

Post a Comment