Wednesday 18 October 2017

সুজিত মান্না




মিঃ মান্নার প্রেমের একটি প্রলাপ




সময়ের ধোঁয়ায় তুমি মাতৃভূমি হয়ে ওঠো
বাঁশের খাটিয়া ধরে কিছু লোক
                              চলে যায় আমাদের ব্যাঙ্গ করে ।

হয়তো এভাবেই বসন্ত মেনে নিতে হবে বলে
আমাকে বাতাসে শূন্যতা বুঝতে বলো

কর্কশ প্যাঁচারা রাত্রি ছুঁয়ে থাকে
ছুঁয়ে থাকে বাদুড়ের ডানাও
আধমরা গাছটা ধরে , চিনতে পারি না
                                                                  এরা কারা !

আমি দেখি , শুধু দূর থেকে বাগান হয়ে উঠি
যেখানেই ঈষৎ হয়ে যাবে তুমি
মেলে দেবো লতাগুল্মের আরো একটা সত্ত্বা

আমি কি জাদু জানি ?

এই রোদ্দুর ছুঁয়ে ছুঁয়ে যেভাবে দেখছি তোমায় ভোরে
দ্রুত ফিরে যাবো না...

বসন্ত আঁচল সরিয়ে আমাকে ক্রমশ দূরের করে দেবে
আমি তো বাগান ছিলাম...
মালিকে সমগ্র ঘড়িটা দিয়ে যাবো ।

No comments:

Post a Comment