Wednesday 18 October 2017

শুভদীপ ভট্টাচার্য্য

  না-ফেরার পংক্তিগুচ্ছ

১||

ডানা ঝাপটানো মানা ছিল
তবুও শুনলে না-
ফতফতিয়ে ডানার শব্দে উড়ে গেলে
পড়ে আছে সম্পর্কের ঠুনকো শেকল
অভিমানী শতচ্ছিন্ন পালক
ঝাউগাছের গায়ে লেগেছিল অন্ধকার,
একটা সাপ কচু পাতার আড়ালে লুকিয়েছে
এই প্রথম বুঝলাম প্রহর কতটা নিশ্চুপ হতে পারে ।
আকাশে কান পাতি
দূরে বাজে তোমার স্বাধীনতার ধুন
ফিরে আসার কোন কারণ নেই জানি
তবুও , বেঁচে থাকার তাগিদে
একটা উল্লম্ব পথ ছুঁড়েছি
তোমার উচ্ছ্বাসের স্বরগমে ।

২|| 

"দীর্ঘদিন অব্যবহারে নিজস্বতা নষ্ট হয়"
আমি ল্যামার্কবাদের নিয়ম মেনেও
               জুড়েছি সমান্তরাল বিষন্নতার পথ
               ফিরে আসার পথ ।
যদি বেনিয়মে কোন ঐতিহাসিক ভুল ভাঙে!
তাই হাত বাড়ালাম পথে এবং প্রান্তরে । 

৩|| 

এই আমাদের বেঁচে থাকা
বিজ্ঞানের কাছে যতটা ঋণী
তোমাদের জন্মান্তরে বাঁচার ভাবনার কাছে
বিজ্ঞান ততটাই নিরুৎসাহী
তুমি শুধু ফেরার কথা বল
নির্লিপ্ততা জুড়ে শুধুই -
প্রত্যাগমনের তান বাজে
আমি না ফেরার কাব্যগুলো
যত্নে রেখেছি - তোমার চোখের আড়ালে ।

No comments:

Post a Comment