Wednesday 18 October 2017

চয়ন দাশ

গৃহত্যাগ


বৃষ্টির সাথে বুড়ো আঙুল ছুঁয়ে ছেলেটা
ভুলে গেছেপাখি। তার বাড়ি। রাস্তা

হাওয়ায় পেরিয়ে যাচ্ছে সডাক বিকেল
বিকেল রাস্তা চেনে নাহাতে করে নিয়ে এসেছে
আলো 

গাছের পরিত্যক্ত ছায়ায়
সংসারবিমুখ আর গৃহত্যাগী শরীর নিজেদের ছুঁয়ে বুঝেছে
দায়মুক্তও একটা দায় । একটা শরীর

যদ্দুর যাওয়া যায়যাওয়া যাক
তারপর একদিন সে
বোধহীন পাতা হয়ে যাবে

2 comments: