Wednesday, 18 October 2017

রশ্মি মজুমদার

পরিবাহীঃ

যে কটা জল স্তব্ধ স্থির হয়ে বেঁচে
জ্যোৎস্না ফেটে মুক্তোর মতো ভাসছে বোকা চাঁদ

আঙুল ছোঁয়ালে রক্তবাহরা শিরশির... অপার্থিব নয় কোনকিছুই
হৃদয়ের কচি ঘাস তাদের কাছে ড্রাগের সফল বিন্দু।স্পর্শসুখ

স্ট্রাটেজীয় তুফান আবিরে ভর করে
ক্যানভাস আজকাল চালাক, ধূসরতার সাথে চুক্তিবদ্ধ

অতএব ঘুঁটি আগলানো খেলা শেষ... পাথরের ঘুমে ফুলস্টপ
মোমবাতির কাছে ছাইভস্মের একজীবন পরিবার জমা পড়ে



উৎসবঃ

সহ্যশীল গাছের মতো খোলা তরবারিঃ আদতে যা হাত
ধরার কথা থাকলেও ভেবে দেখা যায়- সিঁড়ি না এস্ক্যালেটর
ভেঙে পড়া সরলের জ্যামিতি অথবা ত্রিকোণমিতি- যে কেউ খাতা আনে

খরা ওত পেতে থাকে
চর্ব্যচোষ্য দিগন্তের কাঁচা আঁচল টুপ করে লজ্জিত নববধূ
মুক্তি না হোক নগ্নতা ঢাকা প্রলেপের বাহারেঃ ফ্লোরাল ডিজাইন

একের পর এক হার্ডডিস্ক ভরে উঠলে চেতনার রিয়েলিটি
নির্ভেজাল বালি জমা দিলে- গোপন বাঁধ অথবা যা কিছু
আলোকে ধরে রাখতে সক্ষম।

এর পরবর্তী হিসেব অনুযায়ীঃ আঁকা বাঁকা অলি গলি বেয়ে সামিল হুজুগের উৎসব।

No comments:

Post a Comment